ঠাকুরগাঁওয়ে মুসলিম উম্মার শান্তি কামনায় ঈদের জামাত অনুষ্ঠিত

Loading

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলিম উম্মার শান্তি কামনা করে ঈদ উল ফিতর নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় ঠাকুরগাঁও পৌর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠে) ঈদের এ প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাঃ সামসুজ্জামানসহ প্রায় ২৫ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়াও সকাল ৯ টায় ঠাকুরগাঁও পুলিশ লাইন মাঠে,জেলা আনসার ও ভিডিপি মাঠে, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠ, বিজিপি ক্যাম্প মাঠ, সালন্দর মডেল মসজিদসহ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান শুভেচ্ছা বক্তব্যে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, একে অন্যের প্রতি সহযোগিতা মনোভাব পোষন করে ঠাকুরগাঁও জেলাকে এগিয়ে নেওয়ার আহবান জানান। শেষে ঠাকুরগাঁও বড় মসজিদের ইমাম মাওলানা মো.খলিলুর রহমানের ইমামতিতে গোটা মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।