ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন নামক বাজারে এ্যাম্বুলেন্সের ধাক্কায় আরিফুর রহমান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী মতে, জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় আরিফুর রহমান পীরগঞ্জ থেকে হরিপুর নিজ বাড়িতে ফেরার পথে পীরগঞ্জ উপজেলার ফুটানিটাউন নামক বাজারে পাকা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি এ্যাম্বুলেন্স মোটরসাইকেল-টিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিফুর মারা যায়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,থানায় অভিযোগ পাইনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।