ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনায় আক্রান্ত- ৬ জেলায় মোট আক্রান্ত-১৮০

Loading

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় ২১ জুন রবিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট অনুয়ায়ী নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৮০ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন এবং মারা গেছেন ২ জন। জেলা সিভিল সার্জন ডাঃ মাহফুজার রহমান সরকার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ জন এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ জন। সদর উপজেলার নতুন আক্রান্তদের মধ্যে ৫৪ বছর বয়সী একজন ট্রাফিক পুলিশ। অপর দুজনের বাড়ি শহরের আদর্শ কোলোনীতে। তাদের একজনের বয়স ৩৪ ও আরেকজনের ২১ বছর। অপরদিকে বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্তদের মধ্যে ৩০ বছর বয়সী একজন নারী। তার বাড়ি দুওসুও ইউনিয়নে। এছাড়া ভানোর গ্রামের ৪০ বছর বয়সী এক পুরুষ এবং পাড়িয়া ইউনিয়নের ১৫ বছর বয়সী এক কিশোর।

আক্রান্তদের সকলেই স্ব স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানান।
ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায়, সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মোতাবেক চলাফেরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ প্রদান করেন।