ঠাকুরগাঁওয়ে নুসরাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন ।

Loading

‘নুসরাত ঘুমাও শান্তিতে, আমরা জেগে আছি তোমার হত্যার বিচারের দাবিতে’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নুসরাতের হত্যাকারী সিরাজ উদদৌলাসহ তার সাথে জরিতদেরকে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের নারী যোগাযোগ কেন্দ্র।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু সড়ক চৌরাস্তায় নারী যোগাযোগ কেন্দ্রের উদ্দোগ্যে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নুসরাতের হত্যাকারী সিরাজ উদদৌলাসহ তার সাথে জরিতদেরকে দ্রুত বিচারের দাবিতে বক্তব্য রাখেন, মানব কল্যাণের সমন্নয়কারী মৌসুমি রহমান, নারী যোগাযোগ কেন্দ্রের দ্রোপদী দেবী আগরওয়ালা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তরাব মানিক, সুশীল সমাজের মাসুদ আহম্মেদ সুর্বণ সহ অনেকে।

উল্লেখ্য: গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মেয়েটির মা। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ছাত্রীটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই দিনই গুরুতর আহত অবস্থায় মাদ্রাসাছাত্রী নুসরাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পরে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন।