প্রচ্ছদ অর্থনীতি ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ায় ইসলামীব্যাংক এজেন্ট ব্যাংকিং এস,এ ট্রেডার্স আউট লেট শাখার...

ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ায় ইসলামীব্যাংক এজেন্ট ব্যাংকিং এস,এ ট্রেডার্স আউট লেট শাখার শুভ উদ্বোধন

উন্নত ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটের মসজিদ রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা ২৪ এপ্রিল বুধবার সকাল দশটায় মেসার্স এস এ ট্রেডার্স নয়া গড়েয়া হাট, গড়েয়া শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে এ,ভি,পি শাখা প্রধান,মোঃ শফিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঠাকুরগাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,এ,কে,এম পেয়ার আহমাদ, সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট ও হেড অব জোন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রংপুর জোন, রংপুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুহাম্মদ শাহজাহান ভিপি জোনাল অফিসার, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য মারুফ হোসেন, ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদ), বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুল ইসলাম (আক্তার)।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এজেন্ট আলহাজ্ব মোঃসাইফুর রহমান ও আলহাজ্ব এনামুল হক সরকার। কোরআন তেলয়াত করেন,হাফেজ ও আমেরিকান প্রবাসী মোহাম্মদ আবরার ইসলাম ও দোয়া পাঠ করেন আলহাজ্ব বেলাল অাহম্মদ। অনুষ্ঠান শেষে ফিতা কেটে গড়েয়ায় ইসলামীব্যাংক এজেন্ট ব্যাংকিং এস,এ ট্রেডার্স আউট লেট শাখার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।