রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সীমান্তে বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া বিওপি ক্যাম্পের চারপাশে আনুষ্টানিকভাবে এ গাছ রোপন করা হয়।
বিজিবির তথ্য মতে, প্রায় দুই হাজার আম্রপালি জাতের আমগাছ রোপণ করা হয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন-৫০ (বিজিবি) পক্ষ থেকে।
গাছ রোপন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা কৃষি অফিসার শাফীয়ার রহমান, কোটপাড়া বিওপি ক্যাম্পের কমান্ডার জহির, আমজানখোর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মতিনসহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, পরিবেশ রক্ষায় গাছ রোপনের কোন বিকল্প নেই। প্রত্যেকে যদি অন্ত্যন্ত একটি করে গাছ রোপন করি তাহলে পরিবেশ সুরক্ষা থাকবে সব সময়। তাই পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।