ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় জনগন ঘরে বসেই পাচ্ছেন কাঙ্খিত তথ্য নওগাঁ জেলা প্রশাসক

Loading

আপেল মাহমুদ,নওগাঁ : নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু। ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় জনগন ঘরে বসেই পাচ্ছেন বিভিন্ন দপ্তরের কাঙ্খিত তথ্য। সোমবার বেলা ১১টার দিকে ইউএনও’র সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারের দেয়া কয়েকটি নম্বরে কল করে ফ্রিতে মিলছে সেবা। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার আহবান জানান তিনি। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ হয়, কোনো দপ্তরের এমন কর্মকান্ড বরদাস্ত করা হবে না।
ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) এসএম হাবিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ মশিউর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফম আছফানুল আরেফিন, যুবউন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি নুর মোহাম্মদ মন্ডল, চেয়ারম্যান বেলাল হোসেন খান, মোস্তাফিজুর রহমান সুমন প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক উত্তরা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।