তালতলীতে স্কুলের ভেতরে এক ছাত্রকে মারধর করলেন শিক্ষকের ভাইয়ের ছেলে
মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়র ভিতরে মারধর করেন, ওই স্কুলের এক শিক্ষকের ভাইয়ের ছেলে।জানা গেছে, উপজেলার লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় শনিবার সকাল ১১টার দিকে শিক্ষক মোঃ খোকন হোসেন এর ভাইয়ের ছেলে ওই স্কুলের ছাত্র মোঃ বেল্লাল(১৫) পিতা হুমায়ুন, মোঃ ইমরান(১৪) পিতা মোঃ জামাল, মোঃ ইসমাইল (১৫) পিতা মোঃ মজিবর স্কুল ব্যাগে করে রট, পাইপ নিয়ে এসে পূর্বের বল খেলার সূত্র কেন্দ্র করে মোঃ ইসমাইল খান (১৪) পিতা মোতালেব খান, মোঃ সজল (১৪) পিতা লালমিয়া মাদবর, মোঃ সজিব (১৪) পিতা সোবাহান হাওলাদার ও সজীব আকন (১৪) পিতা শাহ আলম আকন, এদেরকে মারধর করেন,এদের মধ্যে গুরুতর আহত হন ইসমাইল ও সজীব বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
মারধরের সময় ক্লাসে থাকা এক শিক্ষক মোঃ নাসির হোসেন এর কাছে জানালে, তিনি বলেন স্কুলের মধ্যে মারামারি হলে এ বিষয়টি আমার না ।
প্রধান শিক্ষক জানান, এখানে যা ঘটছে এ বিষয়ে আমি কিছু জানি না।