দেড় কোটি টাকা ব্যয়ে রাণীশংকৈলে লোলতাই খাল- খনন কাজের উদ্বোধন

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নন্দুয়ার ইউনিয়নের ঘুনিয়া ব্রিজ সংলগ্ন লোলতাই খাল পুঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এ খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় কৃষি কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বিএডিসির উপ-সহকারি প্রকৌশলী ইমরুল কায়েশ, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, যুবলীগ নেতা ও সমাজসেবক শাহনেওয়াজ শানু ইউপি সদস্য আলাউদ্দিন,আ’লীগনেতা নুরুল ইসলামসহ স্থানীয় ব্যাক্তিবর্গ, কৃষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন ।

সংশ্লিষ্ট অফিস সূত্রমতে বিআরডিসি- বগুড়া ও দিনাজপুর জেলার ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় যাদুরাণী ব্রিজ হতে কুয়াঘাটা ব্রিজ পর্যন্ত দীর্ঘ ১৩.৪৫ কিলোমিটার, প্রস্ত ১৫ ফিট ও গভীরতা ৫ ফিট খাল খননের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ প্রসংঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্চয দেবনাথ জানান, এ খাল খননের ফলে কৃষকদের ৬০০ হেক্টর আবাদি জমি ১ ফসলি থেকে ৩ ফসলিতে রুপান্তরিত হবে এবং এর ফলে সংশ্লিষ্ট কৃষকদের আর্থ সামাজিক অবস্থার ব্যপক উন্নতি ঘটবে।

প্রসঙ্গত এ খাল খনন কার্যক্রম ২ মাসের মধ্যে সম্পন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।