প্রচ্ছদ অন্যান্য জাতীয় ধামরাইয়ে জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।

ধামরাইয়ে জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইতে ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।
নন্দ গোপাল সেনকে আহবায়ক ও রনজিত কুমার পাল (বাবু) কে সদস্য- সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি গঠিত।

১৬ই আগষ্ট বিকাল- ৪ ঘটিকার সময় ঐতিহ্যবাহী ধামরাই কায়েতপাড়াস্হ যশোমাধব অঙ্গনে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভা
ড: অজিত কুমার মজুমদার (সিনিয়র সহ- সভাপতি- অত্র মন্দির কমিটি) এর সভাপতিত্বে ও নন্দ গোপাল সেনের সঞ্চালনায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে জাতির জনকের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের বিদেহী আত্নার শান্তি কল্পে সভায় উপস্হিত সকল সদস্যগন প্রার্থনা সহ এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় আলোচ্যসূচী— অনুয়ায়ী যশোমাধব দেবের রথ উৎসব – ২০১৯ এর হিসাব দাখিল করেন মন্দির কমিটির কোষাধ্যক্ষ ও সহ- সভাপতি যথাক্রমে রতন পাল ও জগদীশ সরকার।

উপস্হাপিত হিসাবটি সভায় বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় উপস্হিত সকল সদস্যদের সর্বসম্মত সম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
সভায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে সভায় বিষদ আলোচনান্তে শ্রী নন্দ গোপাল সেনকে আহবায়ক ও শ্রী রনজিত কুমার পাল( বাবু)কে সদস্য- সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট ভগবান শ্রীকৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উদযাপন কমিটি সভায় উপস্হিত সকল সদস্যদের সর্বসম্মত সম্মতিক্রমে গঠিত হয়।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন— মন্দির কমিটির সহ- সভাপতি- মন্ডলী যথাক্রমে ড: অজিত কুমার মজুমদার, ডা: অজিত কুমার বসাক, দেবেশ রায় মৌলিক,জগদীশ সরকার,
যুগ্ন- সাঃ সম্পাদকবৃন্দ যথাক্রমে নন্দ গোপাল সেন, এডভোকেট বিমল চন্দ্র ঘোষ, সুজিৎ সরকার,দপ্তর সম্পাদক- রনজিত কুমার পাল (বাবু),নির্বাহী সদস্য সুব্রত পাল, নির্বাহী সদস্য আশীষ কুমার মজুমদার ও দীনেশ পাল,
সমাজ সেবা সম্পাদক- খগেশ রাজবংশী,নির্বাহী সদস্য চন্দন সরকার,প্রচার সম্পাদক- দীপক চন্দ্র পাল,নির্বাহী সদস্য স্বপন কুমার পাল (কালা)
এ’সময় আরো উপস্হিত ছিলেন কমিটির উপদেষ্টা যোগেশ চন্দ্র পাল ও দীলিপ সরকার (বাবুল),সাংগঠনিক সম্পাদক প্রাণ গোপাল পাল,সহ- সাংগঠনিক সম্পাদক- সমীর বরন সরকার,সহ- সমাজসেবা সম্পাদক- ভজন সূত্রধর,সহ- কোষাধ্যক্ষ দয়াল সরকার,
সহ- প্রচার সম্পাদক স্বর্ণ কমল ধর,
নির্বাহী সদস্য— ড: রঘুনাথ ভট্টাচার্য, প্রণব নারায়ণ রায় মৌলিক,অশোক কুমার পাল (ভম্বল),উত্তম বণিক,পরিতোষ পাল,দুলাল সরকার সহ এতদ্ অঞ্চলের বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তাগন ও ভক্তবৃন্দ।