ধামরাইয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৭ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ধামরাইয়ে ৭ জন অসাধু ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শুক্রবার (২০ মার্চ) বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার বলেন: জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৭ জন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।নিন্ত প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।