ধামরাইয়ে পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র গ্রেপ্তার

নাশকতার মামলায়  ওয়ারেন্ট ভুক্ত আসামী  ধামরাই বিএনপির পৌর সভাপতি ও পৌরসভার সাবেক দুই বারের মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলশি।

বৃহস্পতিবার বিকালে ধামরাই পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।তার বরিুদ্ধে নাশকতা ও বিস্পোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে বলে পুলশি জানিয়েছে।এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা দীপক চন্দ্র সাহা জানান, দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর নাশকতার মামলায়       ওয়ারেন্ট আসামী। গোপন সংবাদের ভিত্ততে তাকে গ্রেপ্তার করা হয়। নিয়ম অনুযায়ী আদালতে হাজির না হওয়ায় নিন্ম আদালত এই গ্রেপ্তারী পরোয়ানা জারি করনে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।