ধামরাইয়ে ফেন্ডস ২০০০ ডট কম, কমিটির উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান।

Loading

ঢাকার ধামরাইয়ে কননে শীতকে উপেক্ষাকরে সকালে লন্ডন প্রবাসীর অর্থয়ানে প্রায় তিনশত লোককে ফেন্ডস ডটকম কমিটির উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার (০১ ফ্রেরুয়ারী) সকাল ৮ঘটিকার সময় চারিপাড়া বারবারিয়া যুবক সমিতির খেলার মাঠে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এই সময় আব্দুল আওয়াল,মামুন সিকদার ও মোখলেছুর রহমানের পরিচালনায় গ্রাম্য সাধারণ মানুষের ডায়াবেটিস পরীক্ষা করানো হয় এবং ওজন ও প্রেসার মাপানো হয়। পরে প্রত্যেক রোগিকে বিনা মুল্যে ঔষুধ দেওয়া হয়।

এতে চারিপাড়া বারবারিয়া হাতকোড়া গ্রামের লন্ডন প্রবাসী মোঃ রবিউল আওয়ালের অর্থয়ানে এই বিনা মুল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করায় এই মহতি উদ্যোগকে এলাকাবাসি ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। এই ছাড়া ২০০০ সালের তথ্য প্রযুক্তির সাথে নাম মিলিয়ে লন্ডনপ্রবাসী রবিউল আওয়াল তার নিজ উদ্যোগে গ্রামের বন্ধুদের সাথে নিয়ে এই কমিটি করেন।

এই চিকিৎসার কারণে গ্রামের সাধারণ মানুষের আর ঢাকায় যেতে হয় না। যার কারণে এলাকার মানুষ এই চিকিৎসা জন্য আনন্দিত।