ধামরাই পৌর ৪ ও ৫ নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।
মোঃ সম্রাট আলাউদ্দিন ধামরাই প্রতিনিধি) ঃ ঢাকার ধামরাই পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড যুবসমাজের কয়েকজন বন্ধুর উদ্যোগে ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এলাকার এ সকল বন্ধুরা। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সারাদেশে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারণে কর্মহিন হয়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সেই সমস্ত কর্মহিন অসহায়, দিন মজুুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ সন্ধার পরে থেকে বন্ধুরা সবাই মিলে ৪ ও ৫নং ওয়ার্ডের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী প্রতি বেগে দেয়া হয়েছে চাল, ডাল, আলো, পেয়াজ, সাবান এসমস্ত খাদ্য সামগ্রী ভেনে করে প্রতেক বাড়ি গিয়ে পৌঁছে দেন বন্ধুরা।
এ সময় বন্ধুদের মধ্যে আমিনুল ইসলাম গার্নেল বলেন করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন চলছে আর একারণে কর্মহিন হয়েছে অনেক পরিবার তাদের মধ্যে আমরা সকল বন্ধুরা মিলে আপাতত ২৫০ পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করি এবং পরবর্তীতেও এই কার্যক্রম চলবে। তিনি আরো বলেন এতে করে দরিদ্র ও মধ্য আয়ের মানুষরা নিরাপদে ও নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারবে। এ সময় আমিনুল ইসলাম গার্নেল সহ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।