নুসরাতের হত্যাকারীদের শাস্তির দাবীতে জাবিতে মানববন্ধন

Loading

ফেনী জেলার মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য যে, ফেনী জেলায় মাদ্রাসার শিক্ষক কর্তৃক যৌন নিপীড়নের শিকার হয়ে প্রতিবাদ করায় মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে ‘ফেনী জেলার ছাত্রকল্যাণ সমিতির’ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ‘ফেনী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র সাধারণ সম্পাদক তানজিলুল ইসলাম বলেন,‘ধর্ষক সিরাজউদ্দৌলা ও তার অনুসারীরা নুসরাতের সাথে যে অন্যায় করেছে তাতে তাদেরকে ফাঁসি দেওয়া ছাড়া অন্য কোন শাস্তি দিলে ছাত্রসমাজ মেনে নিবেনা।’

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি বিভিন্ন গোষ্ঠি এই ঘটনাকে ধামাচাপা দেওয়া চেষ্টা করছে। যারা এই কাজ করছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের দাবি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যেম দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হব’।
এই মানববন্ধনে প্রায় দেড়শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে একই দাবিতে মানববন্ধন করেছে প্রায় শাতাধিক ছাত্রী।