নুসরাত হত্যার বিচারের দাবীতে সাপাহারে মানববন্ধন

Loading

“যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফেনীর সোনাগাজির মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নওগাঁর সাপাহারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার জিরো পয়েন্ট এলাকায় সামনে গ্রীণ ভয়েস বাংলাদেশ (পরিবেশবাদী যুব সংগঠন) সাপাহার উপজেলা শাখা ও স্কলার্স একাডেমীর আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় গ্রীণ ভয়েস বাংলাদেশ এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও স্কলার্স একাডেমীর পরিচালক মিন্টু রহমান, রেজা নুর আলম, বাদদমদমা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আলম, নিয়ামত আলী সহ গ্রীন ভয়েজ বাংলাদেশ সাপাহার উপজেলার সকল সদস্য ও স্কলার্স একাডেমীর শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা, নুসরাত জাহান রাফি হত্যাকান্ডের সাথে জড়িত অধ্যক্ষ সিরাজ উদ দৌলা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।