পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Loading

৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর পত্নীতলায় আ: গাফ্ফার বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৬০ টি ভোট কেন্দ্রে আ’লীগের মনোনিত র্প্রাথী ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আ: গাফ্ফার (নৌকা) প্রতিকে ৬২,৯৯৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী কাজী মাহবুবুল আলম ( ঘোড়া ) প্রেিতকে পেয়েছেন ৯,৭৬৫ ভোট। বিকল্প ধারা বাংলাদেশ এর প্রার্থী আব্দুর রউফ মান্নান ( কুলা ) প্রতীকে পেয়েছেন ৭,২৭৯ ভোট । সতন্ত্র প্রার্থী মো: বি,এস, এ হুমায়ন কবীর চৌধুরী ( আনারস ) প্রতিকে পেয়েছেন ৪,০৮৯ ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দূল আহাদ ( টিউবয়েল ) প্রতিকে ৩১,৯৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রর্থী মো. মিলটন উদ্দিন (তালা )প্রতিকে পেয়েছেন ২৯,৬২২ ভোট। গৌতম চন্দ্র দে সতন্ত্র প্রাথী ( চশমা) প্রতিকে পেয়েছেন ১৫,০০৭ ভোট । মো: সাফেল মাহমুদ ( টিয়া পাখি ) প্রতিকে পেয়েছেন ৪,২৯৯ ভোট । হাকিম উড়াও (উড়োজাহাজ ) প্রতিকে পেয়েছেন ২,৯২৮ ভোট ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী উপজেলা যুব মহিলালীগের আহবায়ক খাদিজাতুল কোবরা (হাঁস) প্রতিকে ৫৩,৯২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবিনা বেগম (কলস ) প্রতিকে পেয়েছেন ২৭,৯ ৫১ ভোট।
নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ করতে উপজেলার গুরুত্বপূর্ন স্থানে আইন শ্খুংলা বাহিনী মোতায়ন ছিল ।

পুরো উপজেলায় তিন স্তরে নিরাপত্তা বেষ্টনী ছিল , কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি , আইন শৃংখলা বাহিনীর ভুমিকা ছিল প্রশংসনীয়।