পরিবেশ সংরক্ষণে পাঁচ দফা দাবি জাবির জে.ইউ আর্থ সোসাইটির ।

Loading

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সংরক্ষণ ওব্যবস্থাপনা উন্নতির জন্য পাঁচ দফা দাবির স্মারকলিপি দিয়েছে জাবি(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) আর্থ সোসাইটি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হাতে এই স্বারকলিপি তুলে দেন।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, প্রকৃতির অপরূপ লীলাভূমি, সবুজ শ্যামল ও সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের একটি মনোমুগ্ধকর আবাসিক বিশ্ববিদ্যালয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে সেখানে ময়লা ফেলে বর্জ্যময় ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন ও পরিচ্ছন্নতাকর্মী কাজের ঘাটতি রয়েছে। জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। বৃক্ষনিধন ও গাছ পোড়ানো হচ্ছে। আবাসিক হল, অনুষদ, লাইব্রেরী, টিএসসি স্যানিটেশন ব্যবস্থাকে আরো উন্নত করা জরুরী।

স্বারকলিপিতে আরো বলা হয়, আমাদের উপলদ্ধি জাবি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) প্রশাসনের জরুরী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছাড়া এ ক্যাম্পাসের পরিবেশের মান উন্নত বা রক্ষা সম্ভব নয়।

তাই আমরা প্রশাসনের নিকট পাঁচ টি দাবি তুলে ধরছি-

১। ক্যাম্পাসের বটতলা, শহীদমিনার, ক্যাফেটেরিয়া, ব্যবসা অনুষদ, টারজান,
মুরাদচত্বর, টিএসসি ও সপ্তম ছায়ামঞ্চ পর্যন্ত ডাস্টবিন স্থাপন করতে হবে।

২। শহীদ মিনার, সংশপ্তক চত্বর, সপ্তম ছায়ামঞ্চ, মুক্তমঞ্চকে ‘ঢ়ড়ষষঁঃরড়হ ভৎবব ধৎবধ’ ঘোষণা করতে হবে। মাসের ১টি দিনকে ‘ক্লিন ক্যাম্পাস ডে’ ঘোষণা করতে হবে।

৩। লেকগুলোকে পুনঃখনন, লেকের পাড়ে বৃক্ষরোপণ ও বেড়াপ্রদান করতে হবে।

৪। বটতলা, ক্যাফেটেরিয়া, হলক্যান্টিন ও টিএসসি বর্জ্যকে যথাসময়ে পরিচ্ছন্ন করার ও বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসের সম্মুখে মহাসড়কেও কোনময়লা রাখা যাবে না।

৫। দয়াকরে, চারা গাছ ও ঘনবন নিধন করবেন না। পরিপক্কগাছ কাটার পূর্বেও উপযুক্ত কারণ দেখালে শিক্ষার্থী ও শিক্ষকরা অবগত হবে। অহেতুক ঘাস ও আগাছা পরিষ্কার করণ কিন্তু জীববৈচিত্র্য রক্ষার মাধ্যমে ক্যাম্পাসের সার্বিক সৌন্দর্য
বৃদ্ধির জন্য দাবি জানাচ্ছি।

এছাড়া আগামী ২২ এপ্রিল ‘বিশ্ব ধরিত্রী দিবস’ কে উপলক্ষ করে ২৪ এপ্রিল র‌্যালির মাধ্যমে উদযাপিত হবে দিবসটি। এ দিবসে প্রশাসনিকভাবে “নো প্লাস্টিক ডে” ঘোষণা করতে অনুরোধ করছি।

স্বারকলিপি গ্রহণ কালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে নোটিশ করেছি এ বিষয়ে।”

স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি মোজাম্মেল আহমেদ তানভী, সাধাণ সম্পাদক মো. নয়ন খান, ভূগোল ও পরিবেশ বিভাগের মান্নান আহমেদ, দর্শন বিভাগের রিজভী, পরিবেশ বিজ্ঞান বিভাগের অনিমা সহ আরও অনেক সদস্য উপস্থিত ছিলেন।