পাবনা ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

Loading

নিজস্ব প্রতিনিধি: পাবনা ট্রাক মালিক গ্রæপের উদ্যোগে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

বেলা ৪টায় পাবনা টার্মিনাল সংলগ্ন পাবনা জেলা ট্রাক মালিক গ্রæপের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, যেসময় থেকে পাবনাতে এসেছি মানুষের পাশে থাকার চেস্টা করেছি। মানুষ যাতে শান্তিতে থাকে সেজন্য কাজ করেছি। অনেকদিন পাবনায় ছিলাম মায়া হয়ে যাওয়া স্বাভাবিক, তবে আমি যেখানেই যাইনা কেনো পাবনার মানুষকে কখনো ভুলবো না। আমি পাবনাবাসীর ভালোবাসায় ঋণী হয়ে থাকলাম। পাবনায় মহামারী করোনা পরিস্থিতি মোটামুটি ভালো, তবে এই পরিস্থিতি ভালো রাখতে আমাদের সকলের সচেতনতার বিকল্প নেই। বেলা ৪টায় লস্করপুর টার্মিনাল এলাকায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রæপের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাবনা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শামসুর রহমান খান মানিক, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক কবির, সাংগঠনিক সম্পাদক আহসান সাব্বির, শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, শ্রমিক লীগ নেতা শেখ রনি, জহুরুল ইসলাম প্রমুখ।

আর কে আকাশ
পাবনা প্রতিনিধি
০১৭১৯ ৩৬৬০৬০

মানুষকে ভালোবাসতে চেষ্টা করেছি -জেলা প্রশাসক কবীর মাহমুদ

নিজস্ব প্রতিনিধি: পাবনা ট্রাক মালিক গ্রæপের উদ্যোগে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, যেসময় থেকে পাবনাতে এসেছি মানুষের পাশে থাকার চেস্টা করেছি। মানুষ যাতে শান্তিতে থাকে সেজন্য কাজ করেছি। অনেকদিন পাবনায় ছিলাম মায়া হয়ে যাওয়া স্বাভাবিক, তবে আমি যেখানেই যাইনা কেনো পাবনার মানুষকে কখনো ভুলবো না। আমি পাবনাবাসীর ভালোবাসায় ঋণী হয়ে থাকলাম। পাবনায় মহামারী করোনা পরিস্থিতি মোটামুটি ভালো, তবে এই পরিস্থিতি ভালো রাখতে আমাদের সকলের সচেতনতার বিকল্প নেই। বেলা ৪টায় লস্করপুর টার্মিনাল এলাকায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রæপের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাবনা ট্রাক মালিক গ্রæপের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি সামসুর রহমান খান মানিক, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক, ট্রাক মালিক গ্রæপের সাংগঠনিক সম্পাদক আহসান সাব্বির, শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, শ্রমিক লীগ নেতা শেখ রনি, জহুরুল ইসলাম প্রমুখ।