![]()
মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধিঃ রাজশাহী থেকে একদল পর্যটক অদ্য ১৭-০৭-২০২০ খ্রি. পাটুল যাওয়ার পথে নাটোর থানাধীন দিঘাপতিয়া গনভবণের সামনে পৌঁছিলে মোঃ শাহিন আলম (৩৫), পিতা-মৃত সমসের আলী @ গোলাম হোসেন, সাং-উলিপুর আমহাটি, থানা ও জেলা-নাটোরসহ অজ্ঞাতনামা ৪/৫ জন প্রতারক নিজেদেরকে পর্যটকদের কাছে পুলিশ পরিচয় দিয়ে তাদের ব্যাগে ইয়াবা ট্যাবলেট দেওয়ার চেষ্টা করলে শাহিনকে ধৃত করা হয়।
এ সংক্রান্তে নাটোর থানার মামলা নং-৫৯, তারিখ-১৭-০৭-২০২০ খ্রি., ধারা-৩৪১/১৭০/৩২৩ পেনাল কোড রুজু করা হয়েছে।




































