বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি-ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । ।

Loading

এবার বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে তাবলীগ-জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি আরো জানান, আখেরি মোনাজাতের বিষয়ে দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নেবে।

প্রথম দুই দিন মাওলানা জুবায়ের আহমদ ও পরের দু’দিন সৈয়দ ওয়াসিকুল ইসলাম ব্যবস্থাপনা করবেন। ব্যস্ততার কারণে মাওলানা সাদ কান্ধলভি অংশ নিতে পারছেন না বলেও জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এক সাথে চার দিন যাতে ইজতেমাটা চলে, একই সাথে এক প্যান্ডেলে ১৫, ১৬, ১৭ এবং ১৮- এই চার দিন ইজতেমা হবে। এক পক্ষের মওলানা জুবায়ের সাহেব, মওলানা ওমর ফারুক সাহেব আরেক পক্ষে ছিলেন ওয়াসিক সাহেব।

উনারাই দুই গ্রুপের সর্বোচ্চ মুরুব্বি। আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, ইজতেমা ঐক্যবদ্ধভাবে আয়োজন করা হবে।