বিশ্ব স্বাস্থ্য দিবসে জাবি ছাত্রলীগের স্মারকলিপি

Loading

বিশ্ব স্বাস্থ্য দিবস” উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের মান উন্নয়ন ও আধুনিকীকরণের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

রবিবার(৭ এপ্রিল) জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নিকট এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ৭টি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো: ১. চিকিৎসাকেন্দ্রের অবকাঠামোগত সার্বিক উন্নয়ন করতে হবে।, ২. পর্যাপ্ত ঔষধ সরবারহ ও ঔষধের মানোন্নয়ন করতে হবে। ৩. শিক্ষার্থীদের জন্য এম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি করতে হবে। ৪. পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও নার্স নিয়োগ দিতে হবে। ৫. প্যাথলজি সেবার মানোন্নয়ন করতে হবে। ৬. এক্সরে মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির সু-ব্যবস্থা করতে হবে। ৭. বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে উন্নত ও আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।