বেনাপোলে প্রকাশ্যে যুবকে ছুরি মেরে হত্যার চেষ্টা, আটক-১

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে এক কিশোরীকে উত্ত্যক্ত করায় কিশোরীর মামা প্রতিবাদ করলে বড় আঁচড়া গ্রামের ইয়ামিন তাকে ছুরি মেরে গুরুতর জখম করে। আহত রকি শিকদার (২২) বেনাপোল পৌর সভার ভবারবেড় ৬নং ওয়ার্ডের রবিউল শিকদারের ছেলে।

গত বুধবার (১৭ মার্চ) সন্ধ্যায় বেনাপোল বাইপাস সড়কের উপরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইয়ামিন হোসেনকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ধরে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কিশোরীর পরিবার জানায়, গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নবম শ্রেনিতে পড়ুয়া এক কিশোরীকে বেনাপোল বড় আঁচড়া গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে ইয়ামিন হোসেন (২০) নামে এক বখাটে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় উত্ত্যাক্ত করে। কিশোরী বাড়িতে পরিবারের লোকজনদেরকে জানালে কিশোরীর মামা রকি শিকদার সন্ধ্যার সময় বেনাপোল বাইপাস সড়কের উপর ইয়ামিনকে পেয়ে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটে ইয়ামিন রকি’র পেটে ছুরি মারে। পরে স্থানীয়রা বখাটে ইয়ামিনকে ধরে বেনাপোল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আহত রকিকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেয়। যশোর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আহত রকিকে খুলনায় নিয়ে যাওয়া হয়।

এদিকে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, এক কিশোরীকে উত্ত্যাক্ত করার ঘটনায় মেয়েটির মামা বখাটে ইয়ামিনকে মেয়েটির উত্ত্যাক্ত করতে নিষেধ করলে ইয়ামিন রকি’র পেতে ছুরি মারে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে বখাটে যুবকে আটক করেছি।আহত রকির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আটক আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।