ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারত পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধায় দুই দেশের নোম্যান্সল্যান্ডে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

ফেরত বাংলাদেশিরা হলেন, বেনাপোলের সুলতান মোল্লার মেয়ে ময়না বেগম,শার্শার জয়নাল আবেদীনের মেয়ে রেশমা খান, খুলনার জয়দেব শেখের মেয়ে মিনা শেখ, সাতক্ষীরা জেলার কাশেম মোল্লার মেয়ে শান্তি বেগম,একই জেলার আব্দুল সত্তারে মেয়ে সাবিনা খাতুন,আজিবার লষকরের মেয়ে বিলাশী পাপিয়া, ওয়াজেদ আলীর মেয়ে ফাতিমা খাতুন, ও দিন ইসলামের মেয়ে হীরা মনি।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, ফেরত আসা বাংলাদেশি আট নারীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশনের কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহন করেছে। পরবর্তীতে এনজিও সংস্থাটি তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।