মহিলারা যদি এগিয়ে যায় তবে দেশ এগিয়ে যেতে সময় লাগবে না – রমেশ চন্দ্র সেন

Loading

ঠাকুরগাঁওয়ের গড়েয়া চন্ডিপুর স্কুল মাঠে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার  বিকেলে গড়েয়া মহিলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি রমেশ চন্দ্র সেন সর্ব প্রথমে গড়েয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ কে এধরনের  অনুষ্ঠান করায় ধন্যবাদ জানান, তিনি বলেন এই বাংলাদেশে ৫১ ভাগ মহিলা ও ৪৯ ভাগ পুরুষ এর জন্য মেয়েদের বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মহিলা, বাংলাদেশের স্পীকার মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, আবার সংসদের উপনেতা মহিলা, এ ধরনের প্রায় ৬০ থেকে ৬৫ জন আছেন। এজন্য মহিলারা যদি এগিয়ে যায় তবে দেশ এগিয়ে যেতে সময় লাগবে না। প্রত্যেকটি ইউনিয়নে আমরা কিন্তু চেয়ারম্যান মেম্বারের সাথে তিনজন মহিলা মেম্বার দিয়েছি আমরা গ্রাম পুলিশ ও মহিলা এক-তৃতীয়াংশ মহিলা দিয়েছি এর একমাত্র কারণ প্রত্যেকটি বিষয়ে  এভাবে মহিলাদের যদি পদবি ও তাদের যদি অর্থায়ন করতে পারি তাহলে স্বাভাবিক ভাবে তারা দেশটাকে ভালবাসবে।

তিনি মহিলাদের  উদ্দেশ্যে বলেন শুধু সংসার দেখলেই চলবে না দেশটাকে ভালবাসতে হবে। দেশের অগ্রগতির দিকে তাকিয়ে থাকতে হবে এবং দেশকে যেমন আমরা বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিণত করেছি, যেন উন্নত দেশে পরিণত করতে পারি। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে খালেদা জিয়া ৯৩ দিন হরতাল করেছিল। তারা এই ৯৩ দিনে কত মানুষকে হত্যা করেছে, আগুনে পুড়িয়েছে প্রায় ১০০ জনের উপর পুলিশ মেরেছে ৭২ জনকে এরা অসংখ্য লোককে হত্যা করেছে। ২০১৪ সালে বিএনপি-জামায়াত দেশে যে তান্ডব চালিয়েছিল; জনগণ কিন্তু তা ভুলেনি। হুশিয়ারি করে রমেশ সেন বলেন, পুর্বের মত যদি এবারও তান্ডব করার চেষ্টা করে তাহলে তাহলে শক্তভাবে দমন করা হবে। সারাদেশে আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার বইছে; তাই এবারের নির্বাচনেও বাংলাদেশের মানুষ পুণরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান রমেশ চন্দ্র সেন। এছাড়াও নির্বাচনী সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা আয়শা সিদ্দিকা তুলি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল কবির  প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ রবীন্দ্র নাথ মদোক সহ  সকল অঙ্গ  সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।