মহেশপুর সীমান্ত থেকে ৭ জন আটক

Loading

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত হয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৭ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৯ জুলাই) ভোররাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর সদর উপজেলার নিখরহাটি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে আকমল হোসেন (৪০, একই গ্রামের আবেদ মোল্লার ছেলে ইসরাফিল মোল্লা (৪০), তসলিম শেখের ছেলে মোক্তার শেখ (৩২), নড়াইলের চন্দিবরপুর গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে সজিব সরকার (২৩), ঢাকার জালালচর এলাকার মৃত দীপক সরকারের ছেলে শ্রী অলক সরকার (২২), ভোলার দক্ষিণ ছোট মানিক গ্রামের মৃত মিলুত ফলদের ছেলে শ্রী নয়ন চন্দ্র দেব (৩৮) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া গ্রামের কার্তিক দাসের ছেলে উত্তম দাস (৪৪)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশীয় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ৭ জন বাংলাদেশীয় পুরুষ নাগরিককে আটক করা হয়।

পরে পাসপোর্ট অধ্যাদেশ আইনে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।