মাগুরার শ্রীপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে বৃক্ষরোপন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় সরকারি শ্রীপুর কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।


মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রদত্ত প্রায় সাড়ে চার শত বিভিন্ন ফলদ ও বনজ ও ঔষধি গাছ উপজেলার ৮ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে রোপন করা হবে। উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল রহিম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিরো মোল্যা, হাবিবুর রহমান, ওমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন মোল্যা, সুজন বিশ্বাস, আল আমিন, সাচ্চু মিয়া, প্রাচার সম্পাতদক পলাশ শেখ, দপ্তর সম্পাদক সাগর মিয়া, দারিয়াপুর ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন রাহুল, নাকোল ইউনিয়নের সভাপতিসহ হাসান রুবেল, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেপচুন বিশ্বাসসহ সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ কর্মসূচির আওতায় মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের দেওয়া বিভিন্ন ধরনের সাড়ে ৪ শ’ গাছের চারা উপজেলার ৮ ইউনিয়ন কমিটির মাধ্যমে রোপন করা হচ্ছে। আগামীতে আরও গাছ লাগানো হবে।