মাগুরার শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : “দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এ প্রতিপাদ্য বিষয়টি সামনে নিয়ে গতকাল মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী,ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি কলেজ মুক্তমঞ্চে আলোচনা সভায় মিলিত হয় । আলোচনা সভার পূর্ব মূহুর্তে কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে ভুমিকম্প,অগ্নিকান্ডসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শিক্ষার্থী ও মানুষের তৎক্ষনাৎ করণীয় কি ? সে সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারনা ও প্রশিক্ষণ দেওয়া হয় ।এছাড়াও এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ড বিষয়ক বিভিন্ন ধরণের মহড়া প্রদর্শন করেন।

মহড়া শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ কহিনুর জাহান,উপ-সহকারি প্রকৌশলী অমিতাভ সরকার,প্রধান শিক্ষক শামীমুল ইসলাম,উপজেলা ফায়ার ডিফেন্স সার্ভিসের ষ্টেশন অফিসার অমল কৃষ্ণ বসু,সাংবাদিক আশরাফ হোসেন পল্টু,ও ইউ,পি সিরাজুল ইসলাম টোকন ।