মাগুরার শ্রীপুরে স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ১০ জন ছাত্রীকে এ বাইসাইকেল দেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাইসাইকেল বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মোঃ শামছুজ্জোহা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন প্রমুখ। এ সময় ইউনিয়নটির নির্বাচিত সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান জানান, মেয়েরা পাবলিক গাড়িতে যাতায়াতের কারণে অনেক সময় নানাভাবে হয়রানীর শিকার হয়। এজন্য স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজ পড়–য়া মেয়েদের মাঝে বাইসাইকেল দেওয়া হচ্ছে।

এর ফলে স্কুল-কলেজগামী মেয়েরা স্বাধীনভাবে যাতায়াত করতে পারবে।