মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদায় মাগুরার শ্রীপুরে গতকাল মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীরের সভাপত্বিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুৃর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, নারগিস সুলতানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবীর হোসেন, ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন ভবনে আলোকসজ্জা, আতশবাজি, মুিজববর্ষের পতাকা উত্তোলন, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনুরূপ কর্র্মসূচি পালন করা হয়।