মাগুরা শ্রীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সংবর্ধনা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ.টি.এম আব্দুল ওয়াহ্হাবকে আজ বুধবার দুপুরে মাগুরার শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিট এ অনুষ্ঠানে আয়োজন করে।

মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার আবু আনসার নাজাত আশার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, মোঃ আছাদুজ্জামান প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ খুলনা, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর উর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম, উপমহাসচিব মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা।

মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ.টি.এম আব্দুল ওয়াহ্হাবকে সোনার নৌকা উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্যে
বলেন বাংলাদেশের উন্নয়নের প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে গুরু দায়িত্ব অর্পন করেছেন মাগুরাবাসিকে সাথে নিয়ে আমি তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আলোচনাসভা শেষে উপজেলার ১হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।