মানিকগঞ্জের সিংগাইরে হেলমেট ব্যবহারে কঠোর সিংগাইর থানা পুলিশ ।

Loading

নিজস্ব প্রতিবেদকঃ মোটরসাইকেলের কাগজপত্র না থাকা ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে সোমবার দিনব্যাপী অভিযান চালাচ্ছে সিংগাইর থানা পুলিশ ।

মানিকগঞ্জ জেলা পুলিশ ট্রাফিক বিভাগ দীর্ঘদিন যাবত হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে আসলেও , থামছেনা হেলমেট বিহীন চালকদের দৌরাত্ম্য ।

এর আগে সিংগাইর থানা পুলিশ সহ মানিকগঞ্জ জেলা পুলিশ প্রতিদিনই হেলমেটবিহীন চালকদের তিনহাজার টাকা করে জরিমানা সরুপ মামলার দিয়ে আসছিলেন ।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সফিকুল ইসলাম মোল্লা বলেন , হেলমেট বিহীন মোটর সাইকেলের আরোহীকে ছাড় দেয়া হবে না, তাই প্রত্যেক কে হেলমেট সহ জরুরী কাগজপত্র সাথে নিয়ে বের হওয়ার আহ্বান জানান তিনি ।

এ বিষয়ে তিনি আরো বলেন, চালক ও আরোহীর হেলমেট ব্যবহার বাধ্যতামূলক । এছাড়াও কোন পুলিশ সদস্য হেলমেট বিহীন অবস্থায় মোটরসাইকেল নিয়ে থানায় প্রবেশ করতে পারবে না। থানা থেকে বের হতে হলে হেলমেট মাথায় থাকতে হবে। থানায় প্রবেশকারীরাসহ সকল নাগরিকের জন্য একই নির্দেশনা দিলেন এই পুলিশ কর্মকর্তা।

এখন থেকে প্রত্যেকদিন সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চলবে। কোনভাবেই হেলমেট ছাড়া মোটরসাইকেল চলতে দেওয়া হবে না।