মান্দায় বাংলা নববর্ষ উদযাপন

Loading

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪২৬ পালন করা হয়েছে।

মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, পান্তা উৎসব, গ্রামীণ ঐতিহ্যের লাঠি ও বদন খেলা, বর্ণিল ঘুড়ি উড়ানো প্রতিযোগিতাসহ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টার দিকে পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদ সংলগ্ন মাঠে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক প্রধান অতিথি ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ পালন করা হয়েছে।