মামলা দেওয়াকে কেন্দ্র করে সার্জেন্টকে বখাটের হুমকি

Loading

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ এক মোটরবাইকে উঠেছিলেন তিনজন। তাই আটকেছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট। ট্রাফিক আইনে দিচ্ছিলেন মামলা। আর তাই ক্ষিপ্ত হয়ে তিন আরোহীর একজন সার্জেন্টকে বললেন, ‘সাহস থাকলে পোশাক খুলে সামনে এসে দাঁড়ান। তারপর দেখছি।’

সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর তালাইমারি মোড়ে এমন ঘটনা ঘটে। পুলিশকে প্রকাশ্যে এমন হুমকি দেয়ায় তখন দুই যুবককে আটক করে থানায় নেয়া হয়। এদের নাম শুভ ও নাইম। পুলিশ জানিয়েছে, এরা বখাটে। নগরীর ভদ্রা ও শিরোইল কলোনী এলাকায় তাদের বাড়ি।

দায়িত্বরত সার্জেন্ট জানান, হেলমেট না পরে তিনজন যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের থামানো হয়। তারপর ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নাম জানতে চাওয়া হয়। কিন্তু তারা নাম বলছিলেন না। উল্টো জড়িয়ে পড়েন বাগবিতÐায়। এরই একপর্যায়ে একজন পোশাক খুলে তাদের সামনে আসার হুমকি দিয়ে বসেন।

ওই সার্জেন্ট বলেন, প্রথমে তারা তাদের ছেড়ে দেয়ার অনুরোধ করেন। আমি তাদের বুঝিয়ে বলি- আজ এই শহরেই আমাদের একজন পুলিশ সদস্য ট্রাকের ধাক্কায় মারা গেছেন। ট্রাফিক আইন অমান্য করলেই ব্যবস্থা নেয়ার জন্য কড়া নির্দেশ আছে। তাই মামলা দিতেই হবে। আর এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ কারণে তাদের আটক করে মতিহার থানায় নেয়া হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, থানায় নেয়ার পর ট্রাফিক আইনেই মামলা দেয়া হয়েছে। তবে ট্রাফিক সার্জেন্টকে হুমকি দেয়ার জন্য একটি মুচলেকা নেয়া হয়েছে। পরে ওই দুই যুবককে ছাড়া হয়েছে।