মালয়েশিয়ায় অবৈধদের দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটির সরকার।

Loading

পলাশ আহমেদ বিশেষ প্রতিবেদক ঃ  মালয়েশিয়ায় অবস্থানরত বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার । এ জন্য মালয়শিয়া সরকার ” Black 4 Good ” নামক একটি কর্মসূচি হাতে নিয়েছে দেশটির সরকার ।
এ কর্মসূচি আগামী ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের পর্যন্ত চালু থাকবে ।
যে সকল অভিবাসীরা অবৈধ ভাবে ্মালয়শিয়া অবস্থান করছেন তাদেরকে আগামি ১ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এই সুযোগ পাওয়ার পরও যারা মালয়েশিয়ায় অবস্থান করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থান নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় /সরকার ।
অবৈধ অভিবাসীদের দেশ ত্যাগের সব প্রক্রিয়া সম্পন্ন করতে মালয়েশিয়াজুড়ে ৮০টি কাউন্টার খোলা হবে। অবৈধ ব্যক্তিদের সরাসরি ইমিগ্রেশন অফিসে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।