যশোরের বেনাপোলে নিহত ৯শিশুর স্মরণে দোয়া ও শোক র‌্যালী

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের চৌগাছায় সাত বছর আগে পিকনিকের বাস খালে পড়ে বেনাপোলের নয় শিশু নিহত হওয়ার দিনটি প্রতিবছর ন্যায় স্মরণ করেছেন স্বজনসহ বেনাপোলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (১৫ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবী সংগঠন, শ্রমজীবী মানুষ, রাজনৈতিক নেতা-কর্মীরা স্মরণ সভায় যোগ দিতে ওই বিদ্যালয় মাঠে উপস্থিত হন। সেখান থেকে একটি শোক র‌্যালী বের করে বেনাপোলের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রা শেষ হয়। এরপর ৯ শিশু শিক্ষার্থীর স্মৃতি বিজড়িত ভাষ্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শিশুদের স্বজনদের সাথে নিয়ে স্কুল সভা কক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মোঃ মোস্তাক আহম্মেদ স্বপনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এনামুল হক মুকুল, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার নুর ইসলাম মৃধা,সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাজমনি,বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান,বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দীন,উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকবার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু,সাধারন সম্পাদক কামাল হোসেন,দপ্তর সম্পাদক জিসান আহম্মেদ রাব্বি,পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়াদ্দার, সাধারন সম্পাদক তৌহিদুর ইসলাম সহ বেনাপোলের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

উল্লেখ্য: ২০১৪ সালের ১৫ ফেব্রæয়ারি মর্মান্তিক সড়ক দূর্ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। এই সড়ক দূর্ঘটনার মৃত্যু দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ গোটা দেশের মানুষকে কাঁদিয়েছিল। শিক্ষা সফরের বাস দূর্ঘটনার এই ঘটনাটি ছিল ২০১৪ সালের মর্মান্তিক ট্রাজেডি। শিক্ষা সফরের বাস দূর্ঘটনায় নিহত হয়েছিলেন, বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া পশ্চিমপাড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে পঞ্চম শ্রেণির সুরাইয়া আফরিন ও তৃতীয় শ্রেণির জেবাইয়া আফরিন, একই গ্রামের লোকমান আলীর ছেলে পঞ্চম শ্রেণির শান্ত ইসলাম, ইউনূস আলীর মেয়ে পঞ্চম শ্রেণির মিথিলা আফরোজ, কালু মিয়ার মেয়ে চতুর্থ শ্রেণির রুনা খাতুন, গাজীপুরের সেকেন্দার আলীর ছেলে চতুর্থ শ্রেণির সাব্বির হোসেন, নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে পঞ্চম শ্রেণির আখি আক্তার,ছোটআঁচড়া গ্রামের মনির হোসেনের ছেলে পঞ্চম শ্রেণির একরামুল হক ও একই গ্রামের ইমানুর রহমানের ছেলে পঞ্চম শ্রেণির ইয়ানুর রহমান।