প্রচ্ছদ অপরাধ যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় চাপাতা সহ আটক-১

যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় চাপাতা সহ আটক-১

যশোরের বেনাপোল পোট থানার গাতীপাড়া সীমান্তে শনিবার রাতে ১২০কেজি ভারতীয় চাপাতা সহ আরিফুল ইসলাম (২০)নামে এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক আরিফুল ইসলাম বেনাপোল পোট থানার গাতীপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে।

বিজিবি পুটখালী কোম্পানি কমান্ডার জানান. গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ চাপাতা এনে গাতীপাড়া মাঠে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২০কেজি ভারতীয় চাপাতা সহ আরিফুল ইসলাম কে হাতেনাতে আটক করা হয়।ভারতীয় চাপাতা সহ আরিফুল ইসলামের আটকের বিষয়টি থানার ডিউটি অফিসার এএসআই রিপন দাস ,সময়ের খবর ২৪-বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করে বলেন আসামীর বিরুদ্ধে চোরাচালানী মামলা হয়েছে তাকে যশোর আদালতে পাঠানো হবে।