যশোরের শার্শায় গরু বহনকারী নসিমন চালক নিহত : আহত-১

Loading

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার জামতলায় বাসের ধাক্কায় গরু বহনকারী নসিমন চালকের মৃত্যু হয়েছে। এসময় একজন গরু ব্যবসায়ী মারাতœক আহত হয়েছে। শনিবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা বাজারে এই দূর্ঘটনা ঘটে। নিহত টুটুল হোসেন (৩৮) ঝিকরগাছা উপজেলার লক্ষীপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গরু ব্যবসায়ী ঝিকরগাছার শফিকুল ইসলামকে (৩০) উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রফিক উদ্দিন বলেন, টুটুল নসিমনে গরু নিয়ে ঝিকরগাছা থেকে সাতমাইল পশুহাটে যাচ্ছিলেন। জামতলা বাজারে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি এক্সপ্রেস বাস (যশোর-জ-১১-০১২৫) নিয়ন্ত্রন হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক টুটুল নিহত হয়। বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।