প্রচ্ছদ অন্যান্য জাতীয় রাজশাহীতে মোহনপুর উপজেলায় মস্তক বিহীন লাশ উদ্ধার।

রাজশাহীতে মোহনপুর উপজেলায় মস্তক বিহীন লাশ উদ্ধার।

রাজশাহীতে মোহনপুর উপজেলায় মস্তক বিহীন লাশ উদ্ধার।

 

রাজশাহীতে তানোর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় ঘাসিগ্রাম ইউনিয়নের তুলশী ক্ষেত্র বিলে মস্তক বিহীন উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনগণে ও প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা।

রাজশাহীর মোহনপুুরে সইপাড়া হইতে তানোর সড়কে সাবেক সংসদ আয়েন উদ্দিনের পুকুর থেকে পূর্বপ্বার্শে বক্সকালভার্টের দক্ষিণপাশের বিলকুমারি বিলের ডোবায় মস্তক বিহীন লাশ পাওয়া যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে মোহনপুর থানা পুলিশের টিম লাশ টি উদ্ধারে কাজ করছেন।
ধারণা করা হচ্ছে গত ৯ মার্চ রাতে নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে নিখোঁজ আলতাফ (৫২) ।

তার নিজ জন্মস্থান মোহনপুর উপজেলায় ধুরুল ইউনিয়ন।
তার পারিবারিক সূত্রে জানা যায় গত ৯ মার্চ রবিবার আলতাফ রাতে নিজ ফসলি জমিতে পানি সেচ দিতে গিয়ে নিখোঁজ হন।

গতকাল ১৬ মার্চ সকাল আনুমানিক ১১:৩০ মিঃ এ মস্তক বিহীন লাশ উদ্ধার কাজ সম্পন্ন করেন মোহনপুর থানা পুলিশ।