প্রচ্ছদ অর্থনীতি রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৩ জুন রবিবার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে লেহেম্বা ইউনিয়নের গোগর হাইস্কুল মাঠে ঐ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ রেজাউল করিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, রাণীশংকেল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শিক্ষক জমিরউদ্দিন প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে শতাধিক কৃ্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এলাকার
ধান,গম,পাটসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের প্রয়োজনীয় সব সহযোগিতার কথা ব্যক্ত করেন। এই সাথে তারা উচ্চ ফলনশীল ব্রি-৮৯ জাতের ধান উৎপাদনে ও সরিষা ক্ষেতে মৌমাছি পালনের মাধ্যমে মধু উৎপাদনে কৃষকদের বিশেষ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন উপ সহকারি কৃষি কর্মকর্তা মাসুদ রানা।