প্রচ্ছদ ছবি রাণীশংকৈলে গোরক্ষনাথ বারুণী মেলার উদ্বোধন

রাণীশংকৈলে গোরক্ষনাথ বারুণী মেলার উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে ২২ ফেব্রুয়ারি শনিবার বিকালে সপ্তাহব্যাপী বারুণী মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলা কমিটির সভাপতি অনিল কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
সাবেক দুই সংসদ সদস্য ইয়াসিন আলী, ও সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, বীর মুত্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন হিন্দু বোদ্ধ খ্রিষ্টান পরিষদ নেতা অমল কুমার রায় প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সনাতন ধর্মের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: হাজার বছর পূর্বে সনাতন ধর্মের সাধক গোরক্ষনাথ ঐ স্থানে এসে অবস্থান নেন এবং একটি মন্দর ও কুপ খনন করেন। সেখান থেকে তিনি ধর্ম প্রচার করতে থাকেন। তাঁর মৃত্যুর পর থেকে তার স্মরণে ভক্তরা এখানে একটি মেলা আয়োজন করে আসছেন।