![]()
![]()
১৩ অক্টোবর রাত ১২:৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এস আই বদিউজ্জামান মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ওই দু’জনকে তাদের বাড়ি থেকে হাতেনাতে গ্রেফতার করেন । এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৭০০( ২ হাজার ৭ শত) টাকাও জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত সামসুল গন্ডগ্রামের গ্রামের মৃত দিদার আলীর এবং দবিরুল একই গ্রামের সমিরউদ্দিনের ছেলে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।