রাণীশংকৈলে ৩ সার ব্যাবসায়ীকে জরিমানা

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে ৩ সার ও কিটনাশক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী আফরিদা।

ঘটনার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সার ও কিট-নাশক সরকারি নায্য মূলের চেয়ে অবৈধভাবে বেশি দামে বিক্রি করার অপরাধে উপজেলার নেকমরদ উত্তরা ট্রেডার্সকে ২ হাজার, পৌরশহরে ঝর্ণা পেট্রোলিয়ামকে ২ হাজার এবং সন্ধারই খুটিয়াটলির এক সার ব্যবসায়ীকে ১ হাজারসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে ইউএনও বলেন, দেশে প্রযাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেশি দামে সার বিক্রি করছে। তাই জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।