রাণীশংকৈল বিদেশ ফেরত ২ ব্যক্তিকে জরিমানা

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভারত ফেরত ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌসুমি আফরিদা, উপজেলা টিএইচএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেন ও থানা পুলিশসহ ২৩ মার্চ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। বিদেশ থেকে ফেরত এসে হোম কোয়ারান্টাইনে না থাকার অপরাধে ও অবাধে ঘুরাফেরা করায় উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামের অশিত কুমারের ছেলে ভারত প্রবাসী জয়দেব কুমার (৩০) কে ৫ হাজার টাকা, এবং একই ইউনিয়নের মালিভিটা গ্রামের সামসুল হকের ছেলে ভারত প্রবাসী কায়দুল হক (২৮) কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত ।

প্রসঙ্গত: জয়দেব ৪ দিন আগে ও কায়দুল ৮ দিন আগে ভারত থেকে দেশে এসেছে।
এ ব্যপারে ইউএনও মৌসুমি আফরিদা বলেন, সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক।

এটি প্রথম সর্তকতামূলক জরিমানা ও পরিবারের প্রতি কোঠর নির্দশনা। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কবে।