শ্রীপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা : “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে গতকাল রবিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপণ উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কুমার নদের শ্মশানঘাট এলাকার উন্মুক্ত জলাশয়ে রুই,কাতলা,মৃগেল, সিলভারকার্প সহ বিভিন্ন প্রজাতীর মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, হিসাবরক্ষন অফিসার শ্যামসুন্দর বন্দোপাদ্যায়,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান,উপজেলা মৎস্য অফিসার মোঃ আব্দুর রাজ্জাক ও শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ।