সচেতন হয়ে পথ চলি,নিরাপদে বাড়ি ফিরি-“পাথওয়ে’র” আয়োজনে “নিরাপদ সড়ক দিবস-২০১৯ পালিত ।

Loading

বিশেষ প্রতিনিধি ঃ “সচেতন হয়ে পথ চলি,নিরাপদে বাড়ি ফিরি” এই স্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার বেসরকারী উন্নয়ন সংস্থা “পাথওয়ে’র” আয়োজনে পালিত হয়েছে “নিরাপদ সড়ক দিবস-২০১৯। দিনটি উপলক্ষ্যে সাধারণ মানুষ ও চালকদেরকে সচেতন করার লক্ষ্যে র্যােলী, পথ সভা ও নাটক এবং গম্ভীরা পালনের মতো দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে সংস্থাটি। দুপুরে, জাতীয় পেসক্লাবের সামনে থেকে র্যা লীটি শুরু হয়ে শাহবাগ মোড় এসে শেষ হয়।

এসময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, নানা শ্রেণী-পেশার মানুষ ও সাংস্কৃতিক অংঙ্গনের ব্যক্তিরা র্যাপলীতে অংশ নেয়। অনুষ্টানের পথ সভা থেকে নিরাপদ সড়কের দাবিতে বছরব্যাপী বিভিন্ন পদক্ষেপের কথা জানান পাথওয়ের নির্বাহী পরিচালক মোম্মদ শাহীন।

কর্মসূচীর মধ্যে চালকদের প্রশিক্ষণ, ও সচেতনতামূলক সভা, পথচারীদের নিরাপদে সড়ক ব্যবহারের উপর বিভিন্ন অনুষ্টান ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।