সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা হালদাকে ‘দিদি’বলায় লাথি মেরে মাছ ফেলে দিলেন এসিল্যান্ড!

Loading

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা হালদাকে ‘দিদি’ বলে সম্বোধন করায় তিনি লাথি দিয়ে এক মাছ ব্যবসায়ীর ঝুড়ি ড্রেনে ফেলে দিয়েছেন। উপজেলার পূর্ববাজার ডাকবাংলোর সামনে বুধবার (১৫ মে) এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাছ ব্যবসায়ী লায়েক আহমেদ বলেন, ‘ডাকবাংলোর সামনে বাজার বসানোর নিয়ম না থাকলেও ব্যবসায়ীরা আগে থেকেই সকালে ওখানে মাছ বিক্রি করে আসছিলেন। বুধবার সকাল ১০টার দিকে এসিল্যান্ড ডাকবাংলোর সামনে বসানো মাছের বাজার সরাতে বলেন। সে সময় তাকে বলি—‘সরাচ্ছি দিদি।’

এরপর সঞ্চিতা বলেন, ‘দিদি বললি কেন।’ এরপর ইংরেজিতে গালি দেন এবং মাছের ঝুড়িতে লাথি দেন। ঝুড়িটি তখন পাশের ড্রেনে পড়ে যায়। এ ঘটনায় অন্য মাছ ব্যবসায়ী সবাই ক্ষুব্ধ হন।

এই ঘটনার পর এসিল্যান্ড সঞ্চিতা কর্মকার স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘ঘটনাটি ঠিক হয়নি। আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করবো।’ তবে এরপর তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করেননি বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এ বিষয়ে জানার জন্য বুধবার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।