সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সোমবার দেশে ফিরছেন না।

Loading

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সোমবার (২৪ ডিসেম্বর) দেশে ফেরার কথা ছিল। রোববার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রথমে এমনটিই জানানো হয়। কিন্তু রাতে জালালী স্বাক্ষরিত আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এরশাদ সোমবার ফিরছেন না।

এতে বলা হয়, এরশাদের মেডিকেল চেকাআপ শেষ না হওয়ায় তিনি সোমবার দেশে ফিরছেন না। পরবর্তীতে এরশাদের দেশে ফেরার তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।

যদিও আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, এরশাদের মেডিকেল চেকআপ শেষ হয়েছে।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার সঙ্গে সিঙ্গাপুর যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু,এরশাদের এপিএস মো.মনজুরুল ইসলাম ও সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহাব।