সাভারের আমিনবাজারের সালেহপুর তুরাগ নদীতে – প্রাইভেট কার পড়ে যাওয়ার অভিযোগ । ভিডিও সহ ।

 বিশেষ প্রতিবেদক : সাভারের আমিনবাজারের সালেহপুর তুরাগ নদীতে প্রাইভেট কার পানিতে পড়ে গেছে বলে জানা গেছে। প্রাইভেট কার উদ্ধারে তুরাগ নদীতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরিদল ও নৌ পুলিশ।
রবিবার রাত আট টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর তুরাগ নদীতে এঘটনা ঘটে।
জসিম উদ্দিন জয় নামের এক প্রত্যক্ষদর্শী জানায় রাতে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হলুদ রঙের প্রাইভেট কারটি নদীতে পড়ে যায়। প্রাইভেট কারে যাত্রী আছে কিনা তা জানাতে পারেনি পুলিশ। পরে খবর পেয়ে রাত নয়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ প্রাইভেট কার উদ্ধারে নদীতে তল্লাশী চালাচ্ছে। এদিকে নদীতে অনেক স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহৃত হচ্ছে। এঘটনায় ঢাকা আরিচা মসহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো প্রাইভেট কারটি উদ্ধার করা যায়নি।

এবিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্য জামাল উদ্দিন বলেন প্রাইভেট কার উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও নৌ পুলিশ নদীতে তল্লাশী চালিয়ে যাচ্ছে।