সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের দেহরক্ষী অস্ত্র ও গুলিসহ আটক( ভিডিও)

Loading

স্টাফ রিপোর্টারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন প্রকাশে অস্ত্র উচিয়ে গুলি করতে যাওয়া রাকিব (২৬) নামে একজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ।

বুধবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ‌।

জানা যায় , গ্রেপ্তারকৃত রাকিব, তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাজিম উদ্দিনের দেহরক্ষী হিসেবে কাজ করতো । গ্রেফতারকৃত রাকিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই জাহিদ খান জানান, পূর্বহাটী নতুনপাড়া এলাকায় রাকিব, বুলবুল সহ কয়েকজন মহড়া দিচ্ছিলো। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদেরকে ধাওয়া করে এবং পুলিশে খবর দেয় । পুুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকিবকে অস্ত্র ও গুলিসহ আটক করে। এ সময় বুলবুল নামের আরেকজন দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ আরো জানান, অস্ত্রের উৎসের ব্যাপারে রাকিবকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার সঙ্গে থাকা বুলবুলকে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।